মোস্তফা সরোয়ার ফারুকি
বলতে দ্বিধা নাই, লেডিজ অ্যান্ড জেন্টলমেন রিলিজ হওয়ার পর আমার জন্য সবচেয়ে আনন্দের অভিজ্ঞতা হচ্ছে, একটা নতুন প্রজন্মের সঙ্গে কথোপকথন।
এই ছেলে মেয়েরা যখন বড় হচ্ছে তখন মোটামুটি একটা দীর্ঘ বিচ্ছেদে ছিলাম আমি! আমার কাজের সাথে ওদের মোলাকাত থাকলেও সেটা ছিলো অনেকটা রেট্রোস্পেকটিভ মোডে! ফলে এদের সঙ্গে কথা বলা, এদের চিঠি পড়া, এদের প্রতিক্রিয়া শোনা, মোট কথা এদের সাথে এক ধরনের কথোপকথন আমার জন্য একটা দারুন অভিজ্ঞতা!
সবচেয়ে বড় কথা, এঁরা, বিশেষ করে এই প্রজন্মের মেয়েরা তাদের চিঠিতে যে পরিমান পারসোনাল স্টোরি শেয়ার করছে, সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে অবলীলায় “লেডিজ অ্যান্ড জেন্টলমেন” সিজন টু বানানো যাবে!