রেকর্ড গড়ে গোল্ডেন বুট জিতলেন রোনালদো

0
শীর্ষে রোনালদো

প্রথমবারের মতো ইউরোর গোল্ডেন বুট জিতলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবারের ইউরোতে পর্তুগাল অধিনায়ক ৪ ম্যাচে ৫ গোল করেন। রোনালদোর সমান ৫ গোল করেন চেক প্রজাতন্ত্রের প্যাট্রিক শিক, কিন্তু একটি অ্যাসিস্ট করায় এগিয়ে থাকেন সিআরসেভেন।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে জোড়া গোল করেন রোনালদো, ছাড়িয়ে যান ইউরোতে করা ফরাসি কিংবদন্তি মিশেল প্লাতিনির সর্বোচ্চ ৯ গোলের রেকর্ড। জার্মানির বিপক্ষে জোড়া গোল দেওয়া রোনালদো স্পর্শ করেন আরেক মাইলফলক। সাবেক ইরানি ফরোয়ার্ড আলী দায়ির সর্বোচ্চ ১০৯ টি আন্তর্জাতিক গোলে ভাগ বসান এই পর্তুগিজ সুপারস্টার।

ইউরো ২০২০ এ আরও রেকর্ড নিজের করে নেন ক্রিশ্চিয়ানো রোনালদো। হাঙ্গেরির বিপক্ষে দেওয়া প্রথম গোলে বনে যান পর্তুগালের জার্সিতে মেজর টুর্নামেন্টে সবচেয়ে বেশি বয়সী গোলস্কোরার।

৩৬ বছর ১৩০ দিনে গোল করে ভাঙ্গেন ৩৫ বছর ১২৪ দিন বয়সে গোল করার সতীর্থ পেপের রেকর্ড। একই গোল তাকে বানায় ইউরোর সবচেয়ে বেশি বয়সী গোলদাতা। ৩৫ বছর ২৫৬ দিন বয়সে গোল করে এতদিন তা নিজের দখলে রেখেছিলেন ইউক্রেন তারকা আন্দ্রেই শেভচেঙ্কো।

দলগতভাবে পর্তুগাল ব্যর্থ হলেও ইউরো ২০২০ তার সর্বকালের অন্যতম সেরা তারকাকে দিয়েছে দুই হাত ভরে।