এক পরিসংখ্যানে জানা যায়, ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করলে রোনালদোর আয় হয় ৩ লাখ ৮ হাজার ব্রিটিশ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ কোটি ৪৩ লাখ ৭৪ হাজার টাকা।
ইতিমধ্যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে রোনালদোর অনুসারী ১১ কোটি ৬ লাখ। এখানে তিনি ছবি ও ভিডিও পোস্ট করেন। আর তা থেকে উল্লেখযোগ্য অর্থ রোনালদোর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে।
সাম্প্রতিক দিনগুলোতে রোনালদো পারিবারিক ছবিই বেশি পোস্ট করেন। তবে স্পন্সর ও প্রমোশনাল ভিডিও এবং ছবিও পোস্ট করেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টার।
স্পন্সর কিংবা প্রমোশনাল ছবি পোস্টের মাধ্যমে সর্বোচ্চ আয়কারী সেলেব্রিটিদের তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদো তিন নম্বরে রয়েছেন। অন্যদিকে পুরুষদের তালিকা করা হলে তাতে রোনালদোর অবস্থান শীর্ষে।
পপ তারকা সেলিনা গোমেজ ইনস্টাগ্রামে পোস্টপ্রতি সর্বোচ্চ আয়কারীদের তালিকায় শীর্ষে রয়েছেন। এই আমেরিকান ব্যক্তিত্ব প্রতি পোস্টে ৪ লাখ ২৪ হাজার ব্রিটিশ পাউন্ড আয় করে থাকেন। অন্যদিকে আমেরিকান টিভি ব্যক্তিত্ব কিম কারদাশিয়ান প্রতি পোস্টের বিপরীতে আয় করেন ৩ লাখ ৮৫ হাজার ব্রিটিশ পাউন্ড।