রোনালদো জুভেন্তাসে ভালো আছে: অ্যালেগ্রি

0

২০১৮ সালে বিশ্বকে চমকে দিয়ে হুট করে মাদ্রিদ ছাড়েন ক্রিশ্চিয়ানো রোনালদো। পাড়ি জমান ইতালিয়ান জায়ান্ট জুভেন্তাসে। কিন্তু সুখের খোঁজে স্পেন ত্যাগ করলেও কতটা সুখে আছেন তিনি সেখানে? তিন মৌসুম কাটিয়ে দিলেও রোনালদোসুলভ খেলা দেখতে পায়নি কেউই। ক্লাব ও সিআরসেভেন, হতাশ দুই পক্ষই।

এরই মাঝে গুঞ্জন উঠেছে ক্লাব ছাড়বেন রোনালদো। সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ। পুরনো ডেরায় ফিরতে পারেন প্রিয় তারকা, আশায় বুক বাঁধে ভক্তরা। ফেসবুকে পোস্ট লিখে সেই আশায় পানি ঢালেন স্বয়ং রোনালদো।

এবার রোনালদোর সঙ্গে যোগ দিলেন জুভেন্তাস বস ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। সাফ জানালেন, ‘কোথাও যাচ্ছেন না ক্রিশ্চিয়ানো। অ্যালেগ্রি বলেন, রোনালদো ভালো আছে। ও কোথাও যাচ্ছে না। এই মৌসুম আমাদের সাথেই থাকবে।’

রোনালদো আশানুরূপ ফল পাচ্ছে না। সেরাটা নিংড়ে দিতে পারছে না। অ্যালেগ্রি হতাশ নন এতে। পক্ষ নিয়ে বললেন, রোনালদো সেরা খেলোয়াড়। তার কাছ থেকে সেরাটা বের করতে বাকিদের ঠিকভাবে সাপোর্ট দিতে হবে তাকে।