রোনালদো পরিবারে নতুন অতিথির আগমন

0
রোনালদো পরিবারে নতুন অতিথির আগমন

পাঁচবারের বর্ষসেরা ফুটবলার পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোচতুর্থ সন্তানের বাবা হলেন। রোববার রাতে পৃথিবীর মুখ দেখেছে সিআর সেভেনের চতুর্থ সন্তান। বান্ধবী জর্জিনা রদ্রিগেজের কোলজুড়ে পৃথিবীর আলো দেখেছে রোনালদোর পরিবারের নতুন অতিথি।

রোনালদো পরিবারে নতুন অতিথির আগমন

রোনালদো মেয়ের জন্মের আগেই নাম রাখেন অ্যালেনা মার্টিনা। রোববার রাতে জর্জিনা, সন্তান ক্রিস্টিয়ানো জুনিয়র এবং নবাগত সন্তানের সঙ্গে ছবি তোলে সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে তার ক্যাপশনে রোনালদো লেখেন, অ্যালেনা মার্টিনা মাত্র জন্মগ্রহণ করল। জিও (জর্জিনা) এবং মার্টিনা ভালো আছে। আমরা সবাই আনন্দিত।

নতুন অতিথির আগমনকে সামনে রেখে রোববার স্থানীয় সময় বিকেলে মাদ্রিদে রোনালদোর বাসার কাছেই কুইরন ইউনিভার্সাল হসপিটালে আসেন পরিবারের সদস্যরা। সেখানে রাতেই তারা নবজাতকের মুখ দেখেন।

রোনালদোর বান্ধবী জর্জিনার প্রথম সন্তান মার্টিনা। অন্যদিকে রোনালদোর চতুর্থ সন্তান। সাত বছর বয়সী রোনালদো জুনিয়রের পর চলতি বছরের শুরুতে জোড়া সন্তানের (একজন ছেলে, একজন মেয়ে) বাবা হন সিআর সেভেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে