লিভারপুলের এবং সালাহ দুর্দান্ত শুরু

0
লিভারপুলের এবং সালাহ দুর্দান্ত শুরু

প্রিমিয়ার লিগে ৩-০ গোলের জয় পেয়েছে লিভারপুল। মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ অবদান রেখেন নিজের এক গোলের পাশাপাশি আরো অন্যান্য ২ গোলেও!

খেলার শুরুতে নরিচ কিছুটা প্রতিরোধ দেখালেও ২৬তম মিনিটে প্রথম গোল দিয়ে এগিয়ে যায় লিভারপুল। ৬৫তম মিনিটে সাদিও মানের শট ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি নরিচের রক্ষণভাগ। ডান প্রান্তে বল পেয়ে ফিরমিনোকে আড়াআড়ি পাস দেন সালাহ। ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। অন্যদের দুই গোলে সহায়তার পাশাপাশি ৭৪তম মিনিটে নিজের গোলটি করেন সালাহ। এবার ডি-বক্সের ভেতর থেকে বাঁ পায়ের উঁচু শটে লক্ষ্যভেদ করেন মিশরের ফরোয়ার্ড এবং দূর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুলের খেলোয়াড়রা।