লুবাবার কণ্ঠে ভাইরাল গান ‘মানিকে মাগে হিথে’

0
লুবাবার কণ্ঠে ভাইরাল গান ‘মানিকে মাগে হিথে’

এবার ‘মানিকে মাগে হিথে’ গানটি গাইলেন প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি শিশুশিল্পী সিমরিন লুবাবা।

‘মানিকে মাগে হিথে’ গানটির একটি স্টুডিও ভার্সন প্রকাশ করেছেন এই শিশুশিল্পী। নিজের ফেসবুকের পাশাপাশি ‘সিমরিন লুবাবা’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে গানটি। এর মধ্যে মিক্স করেছে সিলেটের জনপ্রিয় লোকগীতি ‘নয়া দামান’ এর কিছু অংশ।

লুবাবার গাওয়া ‘মানিকে মাগে হিথে’ গানের রেকর্ডিং হয়েছে টিআর মিউজিক স্টুডিওতে। গানের সুর-সঙ্গীত মিক্স করেছেন শিহাব এবং ভিডিওর কাজ করেছেন অন্তর। এদিকে গানটি প্রকাশের পর প্রসংশায় ভাসছেন এই শিশুশিল্পী।

‘মানিকে মাগে হিঠে’ গানটির অরিজিন্যাল ভার্সন গেয়েছিলেন শশীশান রথনায়কা। চলতি বছরের মে মাসে সেই গানটি ইয়োহানি ডি সিলভা কভার ভার্সন তৈরি করেন।