লোকগানে ফের কন্ঠ মেলাবেন চঞ্চল-শাওন

0
লোকগানে ফের কন্ঠ মেলাবেন চঞ্চল-শাওন

চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন, দুইজনই নিজ গুণে গুণান্বিত। দুইজনের রয়েছে আলাদা দর্শক গ্রহণযোগ্যতা। শোবিজ অঙ্গনের দুই তারকা জুটি বেঁধে গত বছর অক্টোবরে গলা মেলান ‘সর্বত মঙ্গল রাধে’ গানে। আগে থেকেই জনপ্রিয় গানটি রাতারাতি আরও জনপ্রিয়তা পায়।

তাদের এক সঙ্গে গান আইপিডিসির আমাদের লোক গান অনুষ্ঠানে। এবার দ্বিতীয় সিজনে ফের জুটি বাঁধছেন চঞ্চল-শাওন। গাইবেন ‘নেশা লাগিলো রে’। আগের গানটির মতেন এটির সংগীতও আয়োজন করেন পার্থ বড়ুয়া।

চঞ্চল চৌধুরী বলেন, ‘আমরা পেশাদার কণ্ঠ শিল্পী নই। গান ভালো না খারাপ, সেটি বিচারের ভার শ্রোতার উপর। আমরা চেয়েছি ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তোলা। শেকড়কে যাতে ভুলে না যায় ওরা।’

শাওনের কন্ঠেও অভিন্ন সুর- ‘এর আগে সর্বত মঙ্গল রাধে গানটি দর্শক পছন্দ করেছে। আশা করি, নেশা লাগিলো রে’ও ভালো লাগবে। নতুন প্রজন্মকে লোক গান সম্পর্কে জানাতে আইপিডিসির উদ্যোগ সুন্দর।’

সর্বত মঙ্গল রাধে গান যতটা জনপ্রিয় হয়, ততটা বিতর্কিত হয় কপিরাইট ইস্যুতে। দেখার বিষয়, একই প্ল্যাটফর্মে অভিন্ন তারকারা নতুন গানে বিতর্ক এড়িয়ে কেমন উপহার দেন শ্রোতাদের।