সৌদি আরব লোহিত সাগরে অবস্থিত ৫০ টিরও অধিক দ্বীপ ও তার আশে পাশের এলাকা ঘিরে বিলাসবহুল পর্যটন এলাকা তৈরীর প্রকল্প হাতে নিয়েছে। বিশ্ব বাজারে তেলের দাম কমে যাওয়ায়, সৌদি অর্থনীতি কে নতুন মাত্রা দিতে এ প্রকল্পের সূচনা বলে ধারনা করা হচ্ছে।
এই প্রকল্পের বাস্তবায়ন দেশী বিদেশী পর্যটকদের আকর্ষন করে সৌদি অর্থনীতিকে এক নতুন মাত্রা দেবে বলে জানিয়েছেন প্রকল্পের কর্তাব্যাক্তিরা। পর্যটকদের অবাধ আসা যাওয়া নিশ্চিত করতে পর্যটন এলাকায় প্রবেশের ভিসা সংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিল করা হবে। তবে পর্যটন এলাকায় পোশাক ও অন্যান্য বিষয়ে সৌদি সরকারের বিধি নিষেধ গুলোতেও শিথিলতা আসবে কি না তা নিশ্চিত জানা যায়নি।
উল্লেখ্য যে সৌদিতে এলকোহল, সিনেমা ও থিয়েটার নিষিদ্ধ। প্রকল্পটির নির্মান কাজ ২০১৯ সাল থেকে শুরু হবে। প্রথম ধাপে একটি নতুন বিমান বন্দর, বিলাশবহুল হোটেল ও আবাসিক স্থাপনা নির্মান করা হবে। আশা করা হচ্ছে ২০২২ সাল নাগাদ সম্পুর্ণ প্রকল্পের নির্মান কাজ সমাপ্ত হবে।
সূত্রঃ বিবিসি