কাক ডাকা ভোরের সেই স্নিগ্ধতা নেই। রক্তিম সূর্যটায় যান্ত্রিকতার কালচে স্পর্শ। সহজ মানুষটা মোড়ে দাড়িয়ে কান্না লুকোনো হাসি দেয়। পিচঢালা পথটায় ছুটছে জীবন, গন্তব্যহীন। শহরে দুর্ভিক্ষ চলছে, সুখের নীরব দুর্ভিক্ষ। তবে এখনো ইচ্ছেরা নাটাই ছেড়া ঘুঁড়ি হয়। জানলায় যতটুকু আকাশ ওটুকুতেই স্বপ্ন সাজায় বন্ধী রমনী। ছুটে চলা মেঘ দেখে এখনো উদাস হয় দুরন্ত বালক।বিবর্তন এসেছে অনুভুতিতে, তবে হারিয়ে যায়নি। অজান্তে উঁকি দেয় এখনো। সেই অনুভুতির খুঁজে; আমি এক স্বপ্নের ফেরিওয়ালা। কল্পনার যান্ত্রিক ফ্রেমে সুখ খুঁজে বেড়ায়………..
ফটোগ্রাফী – ডা: রাজীব দাস
Camera Body – Nikon D7200
lens – 55-300 vr and 85 mm prime..