শিল্পার শেঠীর জায়গায় সোনালি বেন্দ্রে

0
শিল্পার শেঠীর জায়গায় সোনালি বেন্দ্রে

পর্নো কান্ডে স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারের পর থেকে রিয়েলিটি শো সুপার ড্যান্সার থেকে সরে আসেন শিল্পা শেঠী। রিয়েলিটি শোয়ে বিচারকের ভূমিকা পালন করছিলেন এই বলিউড ডিভা। মাঝপথে শো ছেড়ে আয়োজকদের বিপদে ফেলে গেলেন শিল্পা।

নির্মাতারা শিল্পার জায়গা পূরণ করার জন্য অন্যান্য তারকা অভিনেত্রীদের অতিথি বিচারক হিসেবে আনছেন। চেষ্টা করছেন শূন্যতা যাতে তৈরি না হয়। চলতি সপ্তাহে এই ড্যান্স শো’র বিচারকের চেয়ারে শিল্পার জায়গায় থাকতে পারেন আরেক অভিনেত্রী সোনালি বেন্দ্রে।

‘সুপার ড্যান্সার চ্যাপ্টার ৫’ এ অতিথি বিচারক হিসেবে সোনালির সঙ্গে আরও আসবেন মৌসুমী চট্টোপাধ্যায়। শো’র অন্যতম প্রতিযোগী ফ্লোরিনার জন্য সোনালী ও মৌসুমিকে উপহার নিয়ে আসতে দেখা যাবে। আরেক বিচারক অনুরাগ বসুকে দেখা যাবে অতিথিদের সাথে মঞ্চে পারফর্ম করতে।

শিল্পা শেঠীর অনুপস্থিতিতে গত দুই সপ্তাহে বিচারক হিসেবে দেখা গিয়েছিল রিতেশ দেশমুখ, জেনিলিয়া ডি সুজা ও কারিশমা কাপুরকে। আয়োজকরা চেয়েছিল শিল্পা ফিরবে। অপেক্ষায় ছিল তারা। তাই শিল্পার জায়গায় পাকাপাকিভাবে নতুন কাউকে আনেনি শো কর্তৃপক্ষ।