মড়ার উপর খাঁড়ার ঘা বোধহয় একেই বলে! শিল্পা শেঠীর স্বামী রাজ কুন্দ্রার পর্ণো কান্ডে জর্জরিত কুন্দ্রা পরিবার। এর মাঝে ভারতের উত্তর প্রদেশে আর্থিক প্রতারণার অভিযোগ উঠলো শিল্পা ও তার মা সুনন্দা শেঠীর বিরুদ্ধে। ইতিমধ্যে লখ্নৌতে বিরুদ্ধে দু’টি মামলা দায়ের হয়েছে তাদের বিরুদ্ধে।
লখ্নৌর হজরতগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন জ্যোৎস্না চোহান নামের মহিলা। বিভূতি খান্ড থানায় আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেছেন রোহিত বীর সিংহ। মামলার প্রেক্ষিতে শিল্পা ও মা সুনন্দাকে জেরা করা হবে। মুম্বাইতে তাদের কাছে ইতোমধ্যে নোটিশ পাঠায় পুলিশ।
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী ও তার মার বিরুদ্ধে অভিযোগ, একাধিক জায়গায় কোম্পানির শাখা খোলার নাম দিয়ে বহু মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন তারা। শিল্পা শেঠীকে জেরা করতে লখ্নৌ পুলিশের একটি হাই প্রোফাইল টিম খুব শিগগির মুম্বাই যাবে।
ঘটনার সূত্রপাত একটি ওয়েলনেস সেন্টারকে ঘিরে। ওয়েলনেস সেন্টারটির কর্ণধার শিল্পা শেঠী। তিনি উত্তর প্রদেশে বিশেষ ওয়েলনেস সেন্টার তৈরি করতে সংশ্লিষ্টদের সাথে বেশ কয়েকদিন ধরে কথা বলছিলেন। এরপর কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে বেরিয়ে আসে থলের বিড়াল।