এমন বিধ্বস্ত অস্ট্রেলিয়াকে দেখবে বিশ্ব, তা-ও বাংলাদেশের বিপক্ষে; দুঃস্বপ্নেও আসেনি কারও কল্পনায়। করোনা মহামারি আসার পর চারটি টি-টোয়েন্টি সিরিজ খেলে অজিরা, যার চারটিতেই পরাজয়। অজি দলপতি ম্যাথু ওয়েড নিশ্চয়ই চেয়েছেন বাংলাদেশ সিরিজ জিতে ক্ষতে প্রলেপ দিতে।
কিন্তু তা আর হলো কই! উল্টো লজ্জায় মুখ লুকানো দায়। বিশ্ব গণমাধ্যম তো বটেই, ধুয়ে দিচ্ছে অজি মিডিয়াও। কেলেঙ্কারি বলে আখ্যা দিচ্ছেন অনেকে। হতাশা গ্রাস করেছে উইকেটকিপার ব্যাটসম্যান ম্যাথু ওয়েডকে।
তৃতীয় ম্যাচ শেষে বিষণ্ন ওয়েড বলেন, বোলাররা ১৩০ এর মধ্যে বেঁধে ফেলে বাংলাদেশকে। আমরা জানতাম এই টার্গেটও কঠিন হবে। ওদের কয়েকজন বোলার আছেন, যারা ওভারপ্রতি ৪/৫ এর বেশি দেবে না। তাই রান রেট ৮ এর গেলেই কঠিন হতো। সহজ লক্ষ্যেও জিততে না পারা হতাশার।
সিরিজ জুড়েই হতাশায় নিমজ্জিত তারা। এভাবে নাকানি-চুবানি খাওয়া অজিদের লক্ষ্য এখন শেষ দুই ম্যাচ জেতা। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খেলতে আসা সিরিজে অন্তত মান সম্মান বাঁচাতে মরিয়া ক্রিকেট অস্ট্রেলিয়া।