শোবিজ ছেড়ে ধর্মের পথে সানাই মাহবুব

0

বিনোদনের জগৎ ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন মডেল, অভিনেত্রী সানাই মাহবুব। বাকী জীবন ইসলামের পথে চলতে চান তিনি। দোয়া চাইলেন সবার কাছে। সম্প্রতি হিজাব পরিহিত অবস্থায় এক ভিডিয়ো বার্তায় এসব জানান সানাই।

ভিডিয়োতে সানাই বলেন, ‘ইসলামের ছায়াতলে থেকে শান্তি খুঁজে পেতে চাই। নিজের ভুলগুলো বুঝেছি। অভিনয় জগত থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। ফিরছি না আর। ইসলামের নিয়ম পালন করে চলতে চাই। ইচ্ছে আছে হজে যাওয়ার, বাকীটা মহান আল্লাহর ইচ্ছা’।

ইসলামের পথে যাতে চলতে পারেন সবার কাছে দোয়া চাইলেন। পাশাপাশি অনুরোধ করলেন কারও কাছে তার কোনো ছবি থাকলে যেনো সরিয়ে ফেলে সেসব।

এখন দেখার বিষয় কতদিন অনড় থাকেন নিজ অবস্থানে। শোবিজ অঙ্গন ছাড়ার আগে কয়েকটি সিনেমার কাজ করেছিলেন সানাই মাহবুব। এর একটি ‘ময়নার শেষ কথা’ মুক্তি পেতে যাচ্ছে শীঘ্রই।