আমাদের কাছে তারা সেলেব্রেটি। বিনোদন জগতের তারকারা তারকা হবার আগে সাধারণ মানুষ। কোপা আমেরিকার ফাইনাল নিয়ে তাদেরও উত্তেজনার কমতি নেই। অপু বিশ্বাস মনেপ্রাণে বিশ্বাস করেন, নেইমারের দুরন্ত পারফরম্যান্সে কোপা থাকবে ব্রাজিলেই। সঙ্গীত শিল্পী পুতুল মনে করেন, ক্যারিয়ারের শেষলগ্নে এসে প্রিয় তারকা মেসি চুমু খেতে পারবেন আন্তর্জাতিক ট্রফিতে।
আকাশী-নীলরাই হাসবে শেষ হাসি, এমনটাই শোনা গেল জায়েদ খানের কন্ঠে। সঙ্গীত তারকা তপু আছেন দোটানায়। এক দিকে প্রিয় দল ব্রাজিল, অন্য দিকে প্রিয় ফুটবলার মেসি। কোন দিকে যাবেন বুঝতে পারছেন না! মিশা সওদাগর ব্রাজিল ভক্ত হলেও চান মেসি অন্তত এবার একটা কিছু জিতুক দেশের জন্য। এদের মতো মাহিয়া মাহির অবশ্য কোনো দোটানা নেই আর্জেন্টিনার পক্ষে ধরতে রাজি লাখ টাকার বাজি।
জাহিদ হাসানও মাহির দলে। শিরোপা জিতে মারাদোনাকে উৎসর্গ করে মেসিরা, এমনটাই যেন দেখতে চান নাটকের এই কিংবদন্তি। বিদ্যা সিনহা মীম, জিয়াউল ফারুক অপূর্বদের বাজির ঘোড়া ব্রাজিল, চঞ্চল চৌধুরি ছোট থেকেই আকাশী নীল শিবিরে তাঁবু গেঁড়েছেন।
উন্মাদনার পারদ তরতর করে বাড়ছে। অপেক্ষা অল্প কিছু সময়ের। সুপার ক্ল্যাসিকোর জ্বরে ভুগতে কার্পণ্য নেই কারও। বিশ্বের সেরা দ্বৈরথ বলে কথা।