শ্রাবন্তীর ‘চতুর্থ’ বিয়ে!

0

অভিনয়ের চেয়ে বিয়ের খবরেই যেন আলোচনায় বেশি থাকেন টালিউড সুন্দরী শ্রাবন্তী। আগে দুটো বিয়ে করেছেন, টেকেনি একটিও। তৃতীয় বিয়েও গড়ালো আদালতে। তৃতীয় স্বামী রোশানের কাছ থেকে ডিভোর্স চাইছেন শ্রাবন্তী, রোশান চাইছে সম্পর্ক টিকুক।

ডিভোর্সের আগেই নেটিজেনদের সরব গুঞ্জন, চতুর্থ বিয়ে করতে যাচ্ছেন শ্রাবন্তী। কলকাতার নায়িকা তা অস্বীকার করলেও গুঞ্জনের পালে নিজেই হাওয়া দিলেন। লাল শাড়ি। হাতে শাঁখাপলা। কপালে টিপ। বড় নাকছাবি। সিঁথিতে রাঙা সিঁদুর। মাথায় টোপর। লজ্জাবতী হাসিতে নববধূ সেজে ছবি শেয়ার করলেন ইনস্টাগ্রামে।

শ্রাবন্তী বলছেন, এটি একটি এজেন্সির ব্রাইডাল ফটোশ্যুট। সেটি মানতে বয়েই গেছে সাধারণের। কমেন্ট বক্সে একের পর এক মন্তব্য, যার বেশিরভাগ নেতিবাচক।

একজন লিখলেন, এবার সহ চারবার! ওয়ার্ল্ড রেকর্ড হবে! শ্রাবন্তী অবশ্য চুপ করে আছেন। বিবাহ বিষয়ক আলোচনা সমালোচনায় তিনি চুপচাপই থাকেন।