সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি মোসাদের সাইবার ইউনিট স্থাপন

0
সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি মোসাদের সাইবার ইউনিট স্থাপন

ইসরায়েলের মোসাদের সাইবার হামলার ইউনিটকে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করা হয়েছে। মূলত পারস্য উপসাগরীয় অঞ্চলসমূহে বিমান এবং জাহাজ চলাচলে বাধা সৃষ্টির লক্ষ্যে ইসরায়েলের এই পদক্ষেপ বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের এই পদক্ষেপে ওমান সাগর ও পারস্য উপসাগরীয় অঞ্চল সঙ্কটের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে।

ইরানের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে ইরানের নূর নিউজ এজেন্সি এ খবর জানায়।

ইরানের নিরাপত্তা সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের গুপ্তচর গোয়েন্দা সংস্থা মোসাদ তাদের সাইবার ইউনিটের উন্নত যন্ত্রপাতি প্রায় এক মাস আগে গোপনে নিয়ে এসেছে।

ইরানের ওই নিরাপত্তা কর্মকর্তা আরো জানান, সংযুক্ত আরব আমিরাতের সাহায্যে ইসরায়েলের এ ধরণের কাজের উদ্দেশ্য ওমান সাগর এবং পারস্য উপসাগরীয় এলাকায় বিমান ও জাহাজ চলাচল ব্যবস্থা বাধাগ্রস্ত করা। এতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যাবে বলে আমরা ধারণা করছি।

নিরাপত্তা সূত্র জানায়, আঞ্চলিক দেশগুলোর মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করার উদ্দেশ্য ইসরায়েল সাইবার হামলার দিকে অগ্রসর হচ্ছে। এতে দেশগুলো নিজেদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাতে লিপ্ত হবে। এর মাধ্যমে ইসরায়েল তাদের ভূমি দখলের ঘটনাকে ভিন্ন দিকে মোড় দিতে পারবে।