সকল কল্পনার অবসান ঘটিয়ে রাশিয়ায় নিষেধাজ্ঞার বিল সই করেছেন ট্রাম্প!

0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ায় নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিল সই করে এটিকে আইনে পরিণত করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ এর একটি সুত্র।
ট্রাম্প

যুক্তরাষ্ট্রের কংগ্রেস গত সপ্তাহে প্রায় সর্বসম্মতভাবে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিল পাস করেছে আন্তর্জাতিক রীতি ভঙ্গ করে ইউক্রেইনের ক্রিমিয়া উপদ্বীপ দখলের জন্য রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা এবং ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের জন্য রাশিয়াকে শাস্তি দেওয়াও এ বিলের মূল উদ্দেশ্য।

রাশিয়ার সঙ্গে সম্পর্কন্নোয়নের কথা স্পষ্ট করে বলে আসা প্রেসিডেন্ট ট্রাম্প খুবই অনিচ্ছা সত্ত্বেও কংগ্রেসের নেওয়া নিষেধাজ্ঞার পদক্ষেপ সমর্থন করেছেন। এ নিষেধাজ্ঞার বিলে ইরান এবং উত্তর কোরিয়াও আছে।বিলটি প্রেসিডেন্টের ভেটো ঠেকানোর মতো যথেষ্ট সমর্থন কংগ্রেসে পেয়েছে।

নিষেধাজ্ঞার ব্যাপারে সম্প্রতি কয়েকদিনে মার্কিন প্রশাসন থেকে পরষ্পরবিরোধী কিছু ইঙ্গিত আসার পর ট্রাম্প শেষ পর্যন্ত বিলটি সই করলেন।হোয়াইট হাউজের উপদেষ্টা কেলিয়ানি কনওয়ে ‘ফক্স নিউজ’কে এক সাক্ষাৎকারে বিল সাইয়ের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন।
সুত্রঃরয়টার্স

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে