দুই ম্যাচ শেষে সিরিজে সবচেয়ে বেশি উইকেট মুস্তাফিজুর রহমানের। প্রথম ম্যাচে দুই, পরেরটায় তিন শিকার। দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুস্তাফিজের বল খেলতে নাভিশ্বাস উঠেছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের। তৃতীয় ম্যাচের আগে তাই তাকে নিয়ে বাড়তি মনোযোগ ছিল অজি শিবিরে।
বাংলাাদেশের ব্যাটিং বিপর্যয়ে এক প্রান্ত আগলে রেখে ইকোনমি ঠিক রাখেন মাহমুদউল্লাহ। ধীরেসুস্থে এগিয়ে নেন রানের চাকা। শুরু থেকেই সাবধানী ব্যাটিং করেন বাংলাদেশ অধিনায়ক। পেয়ে যান পঞ্চম টি-টোয়েন্টি অর্ধশতকের দেখা। বিপদের মূহুর্তে এমন ইনিংসে টাইগার বোলাররা লড়বার মতো যোগান পায়।
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১০ রানে হারালো বাংলাদেশ। ম্যাচসেরা মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্ট ভ্যালুয়েবল মুস্তাফিজুর রহমান। ম্যাচের আগের হোমওয়ার্কে হয়তো ফিজকে উইকেট বিলিয়ে দেয়নি অজিরা, কিন্তু চার ওভারে নিতে পারে মাত্র ৯ রান।
শেষ দুই ওভারে অজিদের প্রয়োজন ২৩ রান। মুস্তাফিজুর রহমান দিলেন মাত্র ১ রান। ম্যাচ টাইগারদের পক্ষে চলে আসে তখনই। শেষ ওভারে মেহেদি ১১ রান নিলেও লাভের লাভ হয়নি অস্ট্রেলিয়ার।
অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহর জন্য স্মরণীয় ম্যাচ। ক্যারিয়ারে পঞ্চম হলেও ক্যাপ্টেন হিসেবে প্রথম অর্ধশতক। এই ম্যাচেই চতুর্থ বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ৯ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ হয় রিয়াদের।