সবাইকে নিয়ে সিঙ্গেল শ্রাবন্তী

0

তৃতীয় সংসারও ভাঙতে চলেছে শ্রাবন্তীর, তা মোটামুটি সবার জানা। টলিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তীর জন্য বিয়ে খুব বড়ো ব্যাপার নয়। এই আছে, এই নেই। স্বামীর সঙ্গে টানাপোড়েন, এরই মাঝে এই নায়িকা নিজেকে দাবি করেছেন সিঙ্গেল হিসেবে।

ব্যক্তিগতভাবে নিজেকে প্রপার সিঙ্গেল দাবি করলেও পারিবারিকভাবে তিনি সিঙ্গেল নন। এমনটাই দাবি শ্রাবন্তীর। কারণ তার ছেলে আছে, পরিবার আছে। অর্থাৎ, তাদের নিয়ে সিঙ্গেল। গত বছরের অক্টোবর থেকেই আলাদা থাকেন শ্রাবন্তী ও রোশান।

শ্রাবন্তী বিচ্ছেদ চান। রোশান চান পুরনো তিক্ততা ভুলে ফের সংসারে ফিরতে। আদালতের দ্বারস্থও হন। তবে আদালতের ডাকেও শ্রাবন্তী সাড়া দেননি। অভিরূপ নাগ চৌধুরী নামে এক ব্যবসায়ীর সঙ্গে শ্রাবন্তীর প্রেমের খবর আসে কলকাতার পত্রিকায়। সেসবে কর্ণপাত না করে কাজে মনোযোগ দিতে চান শ্রাবন্তী।

বলেন, আমি কাজ করতে চাইছি। মানুষকে আনন্দ দিতে চাই।’ ২০১৯ সালের এপ্রিলে রোশান সিংয়ের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হবার আগে পরিচালক রাজীব বিশ্বাস এবং মুম্বাইয়ের মডেল কৃষ্ণ ভিরাজকে বিয়ে করেছিলেন টালিগঞ্জের হটশট শ্রাবন্তী।