সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২ হাজার ১২১ সহকারী শিক্ষকের (১০ম গ্রেড) স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী কঠোর বিধিনিষেধ শিথিল হওয়ায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২ হাজার ১২১ সহকারী শিক্ষক–শিক্ষিকার স্বাস্থ্য পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। ১ সেপ্টেম্বর স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে। আজ সকাল সাড়ে ৮টায় স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়। স্বাস্থ্য পরীক্ষা চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। পরীক্ষার জন্য হাসপাতাল ও প্রার্থীদের তালিকাও প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।বিজ্ঞাপন
উল্লেখ্য, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নেওয়া ভাইভা শেষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২ হাজার ১২১ সহকারী শিক্ষক–শিক্ষিকার (দশম গ্রেড) ৪ জুলাই থেকে ডোপ টেস্টসহ স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা ছিল। সেই স্বাস্থ্য পরীক্ষা শুরু হলো আজ।