বর্তমান সময়ে সাইবার ক্রাইম বাড়ছে রোজ। সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন সাধান সাধারণ মানুষ, এমনকি রেহাই পাচ্ছেন না তারকারা। সমস্যা দিন দিন মাথাচাড়া দিচ্ছে, যা ভাবিয়ে তোলার মতোন বিষয়।
বলিউড হিরোইন অনন্যা পান্ডেকে ভাবায় এসব। বেশ কিছু দিন আগে মানুষকে আহবান জানান সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ভালো কাজে ব্যবহার করতে। সোশ্যাল প্ল্যাটফর্মকে স্বচ্ছ রাখার তাগিদ দেন অনন্যা।
এবার মুম্বাই পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সাথে ঐক্যবদ্ধ হয়ে নতুন উদ্যোগ গ্রহণ করেন অনন্যা। সাইবার বুলিং রোধে করণীয় সম্পর্কে অবগত করবেন সাধারণ মানুষকে। নিয়মিত ক্যাম্পেইনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করবেন।
মাত্র কিছু দিন হলো দাদীকে হারালেন অনন্যা পান্ডে। দাদীকে অনেক ভালোনাসতেন তিনি। দাদীর মৃত্যুর অল্প সময়ের মাথায় অনন্যার এমন সাহসী ও ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানায় সংশ্লিষ্টরা।