অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে মানুষের আগ্রহটা মাঠের চেয়ে মাঠের বাইরের কান্ডকীর্তির ফলে আকাশ ছুঁয়েছে। অজিদের দাম্ভিকতা চূর্ণ করতে সিরিজ জয়ের বিকল্প নেই। এসব ভাবনা ভক্তদের। বিসিবির ভাবনায় টি-টোয়েন্টি বিশ্বকাপ, তার আগে সিরিজটি সফলভাবে শেষ করা।
সিরিজে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। এক সিরিজেই এবার পাঁচ ম্যাচ খেললেও এর আগে সাকুল্যে চারটি ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। চারটিই ক্ষুদ্র সংস্করণের বিশ্বকাপে।
চার ম্যাচের চারটিতেই হেরেছে বাংলাদেশ। পারেনি প্রতিদ্বন্দ্বিতা করতে। প্রাপ্তির বিষয়, দুই দলের মুখোমুখি লড়াইয়ে লাল সবুজের পক্ষে সবচেয়ে বেশি রান ও উইকেট সাকিব আল হাসানের।
চার খেলায় ৩৫.৭৫ গড়ে ১৪৩ রান এবং ২০ গড়ে ৫ উইকেট শিকার। কোচ রাসেল ডমিঙ্গো চাচ্ছেন, আগস্টের ৩ তারিখে শুরু হওয়া সিরিজে সাকিবকে দিয়ে ব্যাটিং ওপেন করাতে। সঙ্গী হিসেবে থাকবেন মোহাম্মদ মিঠুন।
বাংলাদেশ জিততে চায়। জিততে হলে দলগত সমন্বয় প্রয়োজন। সবচেয়ে বেশি প্রয়োজন সাকিবের জ্বলে ওঠা।