সাকিব তামিমে মাশরাফির মিশ্র দিন

0
সাকিব তামিমে মাশরাফির মিশ্র দিন

হারারেতে গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে বিশাল ব্যবধানে জিতে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচ ছাপিয়ে সবটুকু আলো নিজের দিকে টেনে নেন সাকিব আল হাসান। ৫ উইকেট নিয়ে একাই ধসিয়ে দেন জিম্বাবুইয়ানদের ব্যাটিং লাইনআপ।

মাশরাফি বিন মর্তুজা এদিন না থেকেও ছিলেন। ওয়ানডেতে এতদিন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট ছিল তার দখলে। ২২০ ম্যাচে ২৭০ উইকেট পাওয়া মাশরাফিকে টপকে রেকর্ড নিজের করে নেন সাকিব। ২৬৯ উইকেট নিয়ে শুরু করেন বোলিং, ২৭৪ উইকেট শিকারে তিনিই এখন সবার উপরে। ম্যাচ লেগেছে ২১৩টি।

সাকিব আর তামিমের বন্ধুত্ব বহু পুরনো। বাংলাদেশের ক্রিকেটে বেশিরভাগ রেকর্ড এই দুইজনের দখলে। বিশেষত ব্যাটিংয়ে সাকিব তামিম সমান্তরালেই ছোটেন। কাল বন্ধুকে পেছনে ফেললে ওডিয়াই অধিনায়ক তামিম ইকবাল খান। পেছনে ফেললেন মাশরাফিকেও। শূন্য রানে আউট হয়ে পেছনে ফেললেন সাবেক অধিনায়ককে।

বাংলাদেশের পক্ষে এখন সবচেয়ে বেশি ‘ডাক’ তামিমের। মাশরাফির ছিল ৩৩, তামিমের ৩৪! শুধু ওয়ানডেতেও আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে পেছনে ফেলেছেন কালকের শূন্যে। এতদিন ১৮টি করে ছিল দুজনের, তামিমের এখন ১৯।

নড়াইলে বসে মাশরাফি কি কাল হেসেছেন? তার সাবেক দুই সতীর্থ একই দিনে রেকর্ড ভাঙলো। একজন ‘ডাক’ এর শাপমোচন করালো, আরেকজন গৌরবকে দ্বিতীয়তে ঠেলে দিল।