সাবেক মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাককে গ্রেপ্তার করা হয়েছে। অর্থপাচার ও চুরির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বুধবার অভিযোগ গঠন করা হতে পারে বলে জানা গেছে।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, নাজিব রাজাককে সোমবার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, সম্প্রতি নাজিব রাজাকের বাড়ি থেকে ৩০০ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের সম্পদ জব্দ করা হয়েছে। ক্ষমতায় থাকা অবস্থাতেই নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে।তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেন।