সাবেক স্ত্রীর জবাবে যা বললেন অপূর্ব

0
অপূর্ব

যুক্তরাষ্ট্রের নাগরিক শাম্মা দেওয়ানকে বিয়ে করেছেন নাটকের জনপ্রিয় অভিনেতা অপূর্ব। গতকাল রাজধানীর একটি রেস্তোরাঁয় বিয়ের আনুষ্ঠানিকতা হয়। এর আগে গত বুধবার অদিতির একটি ফেসবুক স্ট্যাটাস অপূর্বের নতুন বিয়েকে আলোচনায় নিয়ে আসে। অদিতি জানান, অপূর্ব শাম্মার সঙ্গে চার বছর ধরে প্রেম করছেন।

এদিকে, বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন অপূর্ব নিজেই। মতামত লিখেছেন ভক্তদের উদ্দেশ্যে।

অপূর্বের ফেসবুক পোস্টটি নিচে তুলে ধরা হলো:

আমার সমস্ত ভক্ত, দর্শক ও শুভানুধ্যায়ীদের আমি আনন্দের সাথে জানাচ্ছি, আমি আমার জীবনের নতুন অধ্যায় শুরু করেছি। শাম্মা দেওয়ান, আমার স্ত্রী, তাঁকে নিয়েই আমার এই যাত্রা।
আমার এই নতুন জীবনের শুরুতে আপনাদের ভালোবাসা আমাকে আপ্লুত করেছে। কিন্তু আমার এবং শাম্মার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে কিছু কিছু অমুলক মন্তব্য আমার নজরে এসেছে যা সম্পূর্ণরূপে অসত্য ও ভিত্তিহীন।
আমার এবং আয়াশের মায়ের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেছে ২০১৯ সালে যদিও তা গণমাধ্যমে পরে প্রকাশিত হয়েছে। খুব স্বাভাবিকভাবে আমরা এই বিষাদময় অধ্যায়ের পর সময় নিয়েছি, ভেবেছি এবং নিজ নিজ পরিবারের সাথে আলাপেও গেছি। আমরা দু’জনই প্রাপ্ত বয়স্ক। আমরা একজন আরেকজনের প্রতি পূর্ণ সম্মান রেখেই আমাদের নিজেদের জীবন পথ বেছে নিয়েছি।
তবে আমি খুবই দুঃখের সাথে লক্ষ্য করেছি, আয়াশের মায়ের নতুন জীবনের সংবাদ প্রকাশের পর অনেকেই তাঁকে অপবাদ দিয়েছেন এই বলে যে, তিনি নাকি পরকীয়া করে বিয়ে করেছেন। আমি এটি নিশ্চিত করে বলতে চাই যে এই ধরনের তথ্য একেবারেই মিথ্যা।
আমাদের সবাইকে আপনারা আপনাদের প্রার্থনা ও শুভকামনায় রাখবেন।
ভালোবাসা রইল…