সিরিজ জয়ের লড়াইয়ে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

0
সিরিজ জয়ের লড়াইয়ে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

আজ সন্ধ্যায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের অঘোষিত ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচ বাংলাদেশ ও দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ জয় পাওয়ায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। এ ম্যাচের বিজয়ী দল জিতে নিবে ওয়ানডে সিরিজ।

এরআগে ওয়েস্ট ইন্ডিজের কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজের শুরু থেকেই অন্য এক বাংলাদেশকে দেখতে পায় ক্রিকেট বিশ্ব।

এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭টি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে ওয়েস্ট ইন্ডিজ ৫টি ও বাংলাদেশ ২টিতে জিতেছে। মুখোমুখি লড়াইয়েও এগিয়ে ক্যারিবীয়রা। ৩০ ম্যাচের মধ্যে ২০টিতে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ৮টিতে জয় পায় বাংলাদেশ।

বিগত ২০১২ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিলো বাংলাদেশ। দেশের মাটিতে অনুষ্ঠিত পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিলো টাইগাররা। এরপর ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিলো স্বাগতিকরা।

বাংলাদেশ দল(সম্ভাব্য) : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি ও আবু জায়েদ চৌধুরী রাহি।

ওয়েস্ট ইন্ডিজ দল (সম্ভাব্য) : জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শাই হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যাশলে নার্স, কেমো পল, কাইরান পাওয়েল, রোভম্যান পাওয়েল ও আন্দ্রে রাসেল।