সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে আজ রাতে মাঠে নামছে ম্যাশ বাহিনী

0
সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে আজ রাতে মাঠে নামছে ম্যাশ বাহিনী

চলতি সফরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে চরম ভরাডুবির পর ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে সফরকারীরা। সাদা পোশাকে বিবর্ণ টাইগাররা এখন স্বপ্ন দেখছে সিরিজ জয়ের।

আজ দিবাগত রাত সাড়ে ১২টায় গায়ানায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। এ ম্যাচে জিতলেই এক ম্যাচ হাতে রেখে ট্রফি নিশ্চিত হবে টাইগারদের। এখন তাতেই চোখ ম্যাশ বাহিনীর।

ওয়েস্ট ইন্ডিজের ভেন্যুতে খেলা বলে বাড়তি অনুপ্রেরণা খুঁজে নিতে পারেন সাকিব-তামিমরা। কারণ এখানে কখনও হারেননি তারা। এ মাঠে এখন পর্যন্ত দুবার খেলতে নেমেছে বাংলাদেশ। প্রতিবারই ফল পক্ষে এসেছে।

২০০৭ সালে এ মাঠে টাইগারদের অভিষেক হয়। সেবার বিশ্বকাপ হয় ক্যারিবীয় দ্বীপে। সেই সুবাদে সুপার এইটের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় বাংলাদেশ। ৭ এপ্রিলের সেই লড়াইয়ে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে স্কোরবোর্ডে ২৫১ রান তোলেন তামিম-সাকিবরা। জবাবে ১৮৪ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ফলে ৬৭ রানের ঐতিহাসিক জয় পান লাল-সবুজ জার্সিধারীরা।

এর ১১ বছর পর গেল রোববার একই ভেন্যুতে ফের দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। সফরকারীদের ২৮০ রানের টার্গেটে ২৩১ করতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। ফলে ৪৮ রানের জয় পায় মাশরাফি ব্রিগেড। আজও সেই ধারা অব্যাহত থাকলে সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়েই তৃতীয় ওয়ানডের ভেন্যু সেন্ট কিটসে উড়ে যেতে পারবেন তারা। সব মিলিয়ে বাংলাদেশের সামনে ২২তম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি।