সিরিজ নিয়ে রাসেল ডমিঙ্গোর ভাবনা

0
সিরিজ নিয়ে রাসেল ডমিঙ্গোর ভাবনা

তামিম, লিটন নেই। অস্ট্রেলিয়া সিরিজে স্বীকৃত ওপেনার কেবল সৌম্য সরকার ও তরুণ নাঈম শেখ। এদের একজন ইঞ্জুরিতে পড়লে ওপেনিংয়ে নামবে কে! কোচ রাসেল ডমিঙ্গো ভরসা রাখছেন সাকিবের উপর।

সাকিব ব্যাটিং ওপেন করবে, সেটি নির্ভর করছে যদি কিন্তুর উপর। অজিদের বিপক্ষে জিততে হলে বাংলার স্পিন নির্ভর উইকেটে সাকিবকে আসল দায়িত্ব নিতে হবে বল হাতে, জানিয়ে রাখলেন ডমিঙ্গো।

মুশফিকের না থাকা নিয়ে হতাশ কোচ। অজিদের শর্তের মারপ্যাঁচে নেই মুশি। অজিদের এহেন বাড়াবাড়িতে বিরক্তি আর হতাশা ঝড়লো কোচের কন্ঠে।

থেমে থেমে বৃষ্টি হচ্ছে ঢাকায়। অনুশীলনেও বাগড়া দিয়েছে বৃষ্টি। বিচলিত না হয়ে টাইগার কোচ বলছেন, এতে বরঞ্চ ভালোই হবে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ খেলা হয় বিশ্বমানের উইকেটে। মিরপুরের উইকেটে প্রস্তুতি ভালোই হবে টাইগারদের।

অজি মূল দলের অনেক তারকা আসেনি ঢাকায়। দলে নতুন মুখ আছে। অভিজ্ঞতার খানিক কমতিতে কাল থেকে শুরু হতে যাওয়া সিরিজ জয়ের ব্যাপারে প্রত্যয়ী বাংলাদেশ বস রাসেল ডমিঙ্গো।