শেষ দুই বলে প্রয়োজন ১২। বোলিংয়ে তরুণ মেহেদি হাসান। পারবে চাপ ধরে রাখতে? উৎকন্ঠিত কোটি প্রাণ। কিন্তু, এই বাংলাদেশ বদলে যাওয়া অন্য এক দল। এই সিরিজ বহু অবজ্ঞার জবাব দেওয়ার সিরিজ।
অজিদের শেষ দুই বলে দুই ছক্কা প্রয়োজন। মেহেদি দিলেন দুই বলে দুই রান। ম্যাচ বাংলাদেশের। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১০ রানে হারালো বাংলাদেশ। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং সিরিজ জয়।
বৃষ্টির বাগড়ায় ছয়টার খেলা মাঠে গড়ায় সোয়া সাতটায়। ওভার কমানো হয়নি, মধ্যাহ্ন বিরতি দেওয়া হয় দশ মিনিটের। বৃষ্টি ভেজা পিচে শুরু থেকেই ধুকতে থাকে ব্যাটসম্যানরা। সাকিব এদিনও ১৭ বলে ২৬ রান করেন। ১৩ বলে ১৯ করে রানআউটের কবলে পড়েন আগের ম্যাচের হিরো আফিফ হোসেন।
হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ। এক প্রান্ত আগলে রেখে ৫৩ বলে করেন দলীয় সর্বোচ্চ ৫২ রান। বাংলাদেশ পায় ১২৭ রানের পুঁজি। প্রথম দুই ম্যাচের জয় আর স্লো পিচে বাকি কাজ বোলারদের হাতে সঁপে দেন অধিনায়ক।
তারা প্রতিদান দিয়েছে। মিচেল মার্শ আজকের সন্ধ্যায় গলার কাঁটা হন বাংলাদেশের। তাকে উপড়ে ফেলেন টাইগার ফেলেন শরীফুল। এর পরই শঙ্কার কালো মেঘ কাটতে থাকে। শেষ দিকে দুই ওভারে অজিদের প্রয়োজন ২৩ রান। মুস্তাফিজুর রহমান দিলেন মাত্র ১ রান। মেহেদিকে ছয় মেরে শেষ ওভার জমিয়ে তুললেও শেষরক্ষা হয়নি অস্ট্রেলিয়ার।
মিরপুর শেরে বাংলায় রচিত হলো মহাকাব্য। যেকোনো ফরম্যাটে অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজ হারালো বাংলাদেশ। এগিয়ে গেল তিন শূন্য ব্যবধানে।