সিলেটকে ভেন্যু করতে চায় বসুন্ধরা কিংস

0
সিলেটকে ভেন্যু করতে চায় বসুন্ধরা কিংস

এএফসি কাপে নিজেদের গ্রুপ ম্যাচগুলোর স্বাগতিক হতে আবেদন করেছে বসুন্ধরা কিংস। তারা ভেন্যু হিসেবে সিলেট জেলা স্টেডিয়ামকে ঠিক করেছে।

আগামী ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত এএফসি কাপের ‘ডি’ গ্রুপের খেলা চলবে। এই সময়টুকু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চলবে সংস্কারকাজ, তাই সিলেটে খেলতে চায় কিংস।

বসুন্ধরা কিংসের চাওয়া অনুযায়ীই স্থগিত এই খেলাগুলো আগস্টে আয়োজনের সূচি দেয় এএফসি। তখনই কিংস জানিয়েছিল তারা স্বাগতিক হতে আবেদন করবে। এরই মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের কাছে সেই প্রস্তাবনা তারা জমা দিয়েছে। বাফুফে থেকে গতকাল তা এএফসিতে পাঠিয়ে দেওয়ার কথা। অবশ্য বসুন্ধরার গ্রুপ প্রতিপক্ষ ভারতের এটিকে মোহনবাগান বা মালদ্বীপের মাজিয়া ক্লাবও স্বাগতিক হতে আবেদন করেছে কি না এখনো জানা যায়নি।

বসুন্ধরার গ্রুপ ম্যাচগুলো প্রথমে মালদ্বীপে হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা স্থগিত হয়ে যায়। গতসপ্তাহে ১৮ আগস্ট থেকে খেলাগুলো আয়োজনের সিদ্ধান্ত নেয় এএফসি।

বসুন্ধরা কিংস, এটিকে মোহনবাগান ও মাজিয়া ক্লাবের সাথে প্লে-অফ খেলে যোগ দেবে বেঙ্গালুরু এফসি ও মালদ্বীপের ক্লাব ইগলসের মধ্যে থেকে একটি দল।