সুইজারল্যান্ড এর বিপক্ষে জয় নিতে পারেনি স্পেন

0
সুইজারল্যান্ড এর বিপক্ষে জয় নিতে পারেনি স্পেন

সুইজারল্যান্ডের বিপক্ষে ভিয়ারিয়াল নিজেদের মাঠে দাপুটে ফুটবলই খেলেছে স্পেন। শুরুতে গোলও পেয়েছে। কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি। ১-১ গোলের সমতা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ২০১০ সালের বিশ্বকাপ জয়ী দলটির।

খেলার দ্বিতীয় মিনিটেই গোলের দেখা পেত স্পেন। কিন্তু গোলরক্ষকের কল্যাণে এ যাত্রায় রক্ষা পায় সুইজারল্যান্ডের। এরপর ২১ তম মিনিটে গোলের সুযোগ হারান ডেভিড সিলভা। দিয়াগো কস্তার পাস থেকে সুইজারল্যান্ডের জালে বল জড়া ব্যর্থ হন সিলভা। ২৫ তম মিনিটে আবারও সুযোগ হারান সিলভা। এবার অবশ্য আলবার শট তাঁর মাথার ওপর দিয়ে চলে গেলে হেড দিতে ব্যর্থ হন তিনি।

যদিও গোলের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি স্পেনকে। ২৯ তম মিনিটে সিলভার শট থেকে ডিফেন্ডার অড্রিওজোলার গোল থেকে এগিয়ে যায় স্প্যানিয়ার্ডরা। এরপর বেশ কয়েকবার চেষ্টা করেও বিফল হয় সুইজারল্যান্ড। গোল সংখ্যা বাড়াতে পারেনি স্পেন।

দ্বিতীয়ার্ধের ৬২ তম মিনিটে এসে সমতায় ফেরে সুইজারল্যান্ড। রিকার্ডো রদ্রিগেজের শটে সহজেই স্পেনের জালে জড়ালে ১-১ গোলে সমতায় ফেরে সুইসরা।
গোল হজম করে আরও তেতে ওঠে স্পেন। কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায় ম্যাচের ৬৫ ভাগ সময়ে নিজেদের পায়ে বল রেখেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি স্পেন।