দুই বাংলার জনপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রী জয়া আহসান। রূপে, গুণে, অভিনয়ে এগিয়ে আছেন অনেকের চেয়ে। আফগানিস্তানের বর্তমান অবস্থা দেখে তিনি শঙ্কিত। দূর্দশার ছবি দেখে তার ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। তাকে ভাবিয়ে তোলে এসব।
বাংলাদেশের অভিনেত্রী মিথিলা, বাঁধন ওরাও এখন কলকাতায় অভিনয় করছে। এতে প্রতিযোগিতা বাড়ছে কি-না সেই বিষয়ে জয়া বলেন, আমার তো আনন্দ হচ্ছে। যদি প্রতিযোগিতা হিসেবে ভাবি, সুস্থ প্রতিযোগিতা থাকা ভালো। শিল্পের কোনো সীমারেখা থাকা উচিত নয় বলে আমি মনে করি। আদান প্রদান তো শিল্পীদের হাত ধরেই হয়। আমি চাই আরও বেশি মানুষ কাজ করুক বাংলাদেশ থেকে।
কেবল অভিনেতা অভিনেত্রী নয়, জয়া চান পরিচালকরাও কলকাতায় কাজ করুক। ছবি তৈরি করুক। এতে বাংলা ইন্ডাস্ট্রিরই লাভ। বাংলাদেশে জয়ার অভিনীত ‘বিউটি সার্কাস’ চলচ্চিত্র রয়েছে মুক্তির অপেক্ষায়। সরকারি অনুদানের ছবি ‘রইদ’ নিয়েও শিগগির কাজে নামতে চান জয়া আহসান।
বাংলাদেশের পাশাপাশি কলকাতায় কাজ শেষ করেছেন ‘ভূতপরী’ সিনেমার। ‘ওসিডি’ নামে ছবির শুটিং, বাকি আছে ডাবিং। ২০ আগস্ট জয়া অভিনীত বিনিসুতোয়’ মুক্তি পাবে কলকাতায়।