সেভিয়াকে উড়িয়ে ট্রফি উৎসব বার্সেলোনার

0
উৎসব বার্সেলোনার

চ্যাম্পিয়নস লীগ থেকে বিদায়ের গ্লানি নিয়ে গত রাতে ওয়ান্ডা মেট্রোপোলিট্রানোতে মাঠে নামে বার্সেলোনা। কোপা ডেল রে ফাইনালে সেভিয়াকে শক্ত প্রতিপক্ষ হিসেবে সম্মান জানিয়ে ম্যাচের পূর্বে প্রেস কনফরেন্সে যথেষ্ঠ আশাবাদী ছিলেন ভালভার্দে। মাঠের খেলাতেও যোজন এগিয়ে ছিল বার্সেলোনা।
উৎসব বার্সেলোনার
খেলার প্রথম থেকেই একের পর এক আক্রমণের রচনা করেন মেসি-সুয়ারেজ-কৌতিনহোরা। তারই ফলশ্রুতিতে ম্যাচের চৌদ্দ মিনিটে সেভিয়া ডিফেন্সকে বোকা বানিয়ে ম্যাচের প্রথম গোল আদায় করেন সুয়ারেজ।ফিলিপে কৌতিনহোর পাস থেকে সহজ ট্যাপ ইনে করে গোল করেন সুয়ারেজ।

ম্যাচের ৩১ মিনিটে আবারও সেভিয়ার হাফে সফল আক্রমণ করে বার্সেলোনা,দলের হয়ে দ্বিতীয় গোল করেন প্রাণভোমরা মেসি। প্রথমার্ধের শেষের দিকে মেসির পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন সুয়ারেজ।

হাফ টাইমের আগেই তিন গোল হজম করে কোমড় ভেঙ্গে যায় সেভিয়ার। দ্বিতীয়ার্ধে ইনিয়েস্তা ও কৌতিনহোর গোলে সেভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে নিজের ৩০তম কোপা দেলে শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা।

এরই মাধ্যমে এই মৌসুমে শেষে বার্সা ছাড়তে যাওয়া ইনিয়েস্তাকে মধুর উপহার দিলেন তার সতীর্থরা।
বার্সার সামনে এখন শুধুই লা লিগা।শিরোপা মোটামুটি নিশ্চিত হয়ে গেলেও পুরো মৌসুম অপরাজিত থেকে লীগা জয়ের গৌরব অর্জন করাই হবে উড়ন্ত বার্সার লক্ষ্য।

রওনক রাদ