সৌদিতে ধর্ষণের অভিযোগে চার পাকিস্তানির শিরশ্ছেদ

0
শিরশ্ছেদ

সৌদি আরবের রাজধানী রিয়াদে গত বৃহস্পতিবার ধর্ষণ ও হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় পাকিস্তানের চারজন নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছে। নাগরিক লিয়াকত হোসেন, সাজিদ আলী, মুহাম্মদ তাকাবি ও ফয়সাল মুনিরের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণ ও ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা এবং তার কিশোর ছেলেকে বলাৎকার ও স্বর্ণালংকার, নগদ অর্থ চুরির অভিযোগ প্রমাণ হওয়ায় এই ফাঁসি কার্যকর করা হয়।
শিরশ্ছেদ
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, রাজধানী রিয়াদে ধর্ষণের পর ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। একই সাথে ধর্ষিতার কিশোর ছেলেকে বলাৎকার করেন এদের মধ্যে দুজন, পরে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় তারা।

পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের শনাক্ত করতে সক্ষম হয়। অভিযুক্তদের স্বীকারোক্তির ভিত্তিতে তাদের সৌদি শরিয়া আদালত মৃত্যুদণ্ড দেয় আদালত। যা বৃহস্পতিবার শিরশ্ছেদের মাধ্যমে কার্যকর করা হয়।