বায়োপিক নির্মাণে ভারত বরাবরই কয়েক কাঠি সরেস। ক্রীড়া তারকাদের বায়োপিক, বিশেষত ক্রিকেটারদের বায়োপিকের বাজারে দারুণ কাটতি। প্রযোজনা প্রতিষ্ঠানগুলি মুখিয়ে থাকে সুযোগের।
মহেন্দ্র সিং ধোনির বায়োপিক এম এস ধোনি মুক্তির পর ব্যাপক সাড়া ফেলে। এরই ধারাবাহিকতায় কাজ চলছে ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের বায়োপিকের। ভাটতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক মিতালি সৌরভের জীবনে নানান ওঠাপড়া। তাঁর জীবন টেক্কা দিতে পারে যে কোনও ছবিকেই। বায়োপিকের ঘোষণা এসে গেছে। এবার এলো সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের গুঞ্জন।
প্রিন্স অব কলকাতার বর্ণিল জীবন নিয়ে আগ্রহ তুঙ্গে। উত্থান পতনের গল্প হার মানাবে সিনেমাকেও। ১৯৯৬ সালে শতক দিয়ে অভিষেক, স্টিভ ওয়াহ’র অস্ট্রেলিয়ার জয়রথ থামানো, লর্ডসের ব্যালকনিতে জামা ওড়ানো কিংবা ২০০৩ বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্ত হতে ফিরে আসা। এর পর দল থেকে বাদ পড়ে যাওয়া, ফের ফিরে আসা রাজসিক ভঙ্গিতে।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি থেকে বর্তমানে ভারতীয় বোর্ড প্রধান হওয়া, অধ্যায় কম নেই! প্রযোজনা সংস্থা ভায়াকম এইটিন মোশন পিকচার্সের ব্যানারে তৈরি হওয়ার কথা রয়েছে এটি।
বায়োপিকে সৌরভের ভূমিকা রূপায়নের জন্য প্রাথমিকভাবে হৃত্বিক রোশানের কথা থাকলেও এখন শোনা যাচ্ছে রণবীর কাপুরের নাম। যিনি সঞ্জয় দত্তের বায়োপিকে অভিনয় করেছিলেন। সৌরভ প্রথমে রাজি না হলেও, পরবর্তীতে তার জীবনী নিয়ে কাজ করার অনুমতি দেন।