স্টিভ স্মিথের দেশে ফেরা আটকে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া

0
স্টিভ স্মিথ

বল বিকৃতির তদন্তে পুরো ব্যাপারটাই অসম্ভব দ্রুততার সঙ্গে করতে চাইছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সম্ভবত আগামীকাল বুধবারই স্টিভ স্মিথদের নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেবে অজি বোর্ড। এই কারণে স্টিভ স্মিথের দেশে ফেরা আটকে দিয়েছে তারা। যেহেতু সিরিজের শেষ টেস্টে তিনি নির্বাসিত, তাই স্টিভ স্মিথ ঠিক করেছিলেন, দম বন্ধ করা পরিবেশে আর না থেকে দেশে ফিরে আসবেন। সূত্রের খবর, সোমবার বিকেলেই কেপ টাউন থেকে সিডনি চলে আসবেন স্মিথ। টিকিটের ব্যবস্থাও হয়ে গিয়েছিল। কিন্তু পরে জানা যায়, স্মিথ আপাতত দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকাতেই রয়েছেন। তিনি ফিরছেন না।
স্টিভ স্মিথ
ক্রিকেট অস্ট্রেলিয়া বিবৃতি দিয়ে জানিয়ে দেয়, ‘‌এটা নিশ্চিত করে বলা যায়, দলের প্রত্যেকেই এখন দক্ষিণ আফ্রিকায় রয়েছে। আমাদের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সবাই দক্ষিণ আফ্রিকাতেই থাকবে।’‌

আসলে স্মিথের দেশে ফেরার খবর তার কানে আসতেই ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড প্রায় ধমকের সুরে অজি টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দেন, এখন দেশে ফেরার কথা যেন ভাবনাতেও না আনেন স্মিথ। যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে, স্মিথকে দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকাতেই থাকতে হবে।