নারী পুরুষের সমান অধিকার নিয়ে এর আগে বেশ কয়েকবার আওয়াজ তোলেন বলিউড সুন্দরী দীপিকা পাড়ুকোন। এবার শুধু কথায় নয়, দাবি আদায়ের মধ্য দিয়ে অধিকারের বিষয়টি স্পষ্ট করে তুলতে চেয়েছেন এই নায়িকা। সঞ্জয় লীলা বানসালির ছবিতে স্বামী রণবীর সিংয়ের সমান পারিশ্রমিক দাবি করেন দীপু।
বানসালির নতুন ছবির জন্য সমান অঙ্কের পারিশ্রমিক দাবি করার পর এটি যে হিতে বিপরীত হয়ে যাবে, ঘুণাক্ষরেও হয়তো কল্পনাও করেননি দীপিকা। পারিশ্রমিক বাড়ানো দূরে থাক, ছবি থেকেই বাদ পড়েছেন তিনি। বানসালি চেয়েছিলেন চতুর্থবারের মতো এই জুটিকে নিয়ে ছবি নির্মাণ করতে।
দীপিকার চাওয়া পাওয়া ভাবনায় ফেলে নির্মাতা সঞ্জয় লীলা বানসালিকে। কারণ, দীপিকা তাকে সরাসরি জানিয়ে দিয়েছে, রণবীরের চেয়ে এক টাকা কমও নয় বরং সমান পারিশ্রমিক দিতে হবে। এতে নাখোশ সঞ্জয় শেষমেশ ছবি থেকেই কেটে দেন দীপিকার নাম।
এর আগে বানসালির ‘গালিয়োকি রাসলীলা প্রেমলীলা’, ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। সঞ্জয় তার নতুন ছবি ‘বৈজু বাওরা’র জন্য দীপবীর দম্পতিকে চূড়ান্ত করেছিলেন।