প্রথম বারের মত অনুষ্ঠিত হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। আজ থেকে শুরু হচ্ছে ফাইনাল, মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। ক্লাইভ লয়েড এবং মহেন্দ্র সিংহ ধোনিকে ছোঁওয়ার সুযোগ হাতছানি দিচ্ছে কোহলি ও উইলিয়ামসনের সামনে।
একদিনের ক্রিকেটে ১৯৭৫ সালে আয়োজিত প্রথম বিশ্বকাপ জিতেছিলেন স্যার ক্লাইভ লয়েড। অন্যদিকে প্রথম টি-২০ বিশ্বকাপ আয়োজিত হয় ২০০৭ সালে। প্রথম বারেই এই আসরে বাজিমাত করেছেন মহেন্দ্র সিং ধোনি। এই সূত্রে প্রশ্ন আসছে ১ম বার আয়োজিত টেস্ট চ্যাম্পিয়নশিপে স্যার লয়েড ও ধোনিকে ছোঁবেন কে? নিউজিল্যান্ডের সাম্প্রতিক ফর্ম কিছুটা এগিয়ে রাখছে কেন উইলিয়ামসনকে। অন্য দিকে ভারত অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে টেস্টে পরাজিত করে অনেকটাই আত্নবিশ্বাসী বড় ম্যাচের ক্রিকেটার বিরাট কোহলির।
উল্লেখ্য ২০১৯-২১ দুই বছর ধরে ৯ দল অনুষ্ঠিত হয় টেস্ট চ্যাম্পিয়নশিপ। আজকে থেকে সাউদাম্পটনে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন দল পাবে ১.৬ মিলিয়ন ডলার ও ট্রফি। রানার্সআপ দল পাবে ৮০০,০০০ মার্কিন ডলার।