বিমানের এক যাত্রীর স্মার্টফোনে হঠাৎ আগুন ধরে যাওয়ায় জরুরিভাবে নেমে যেতে বাধ্য হয়েছেন বিমানের সব যাত্রী আর কর্মীরা। তবে সৌভাগ্যজনক ভাবে এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। কেউ গুরতর আহতও হয়নি বলে জানা গেছে।
এছাড়াও জানা যায়, আলাস্কা এয়ারলাইন্সের নিউ অরলিন্স থেকে সিয়াটেলগামী একটি বিমানের এক যাত্রীর স্মার্টফোনে আগুন ধরে যায়। সিয়াটেল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। ওই বিমানে ১২৮ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন।বিমানবন্দরের মুথপাত্র পেরি কপার বলেন, স্মার্টফোনটি পুড়ে পুরোপুরি বিকৃত হয়ে গিয়েছিল।
বিমানবন্দর কর্তৃপক্ষ টুইটারে জানিয়েছে, এ ঘটনার পর বিমানের যাত্রীদের বাসে করে টার্মিনালে নিয়ে যাওয়া হয়েছে। এতে কয়েকজন সামান্য আহত হয়েছেন। এ ঘটনায় বিমান চলাচলে কোনো প্রভাব পড়েনি বলে টুইটারে বলা হয়েছে।
ওই ফ্লাইটে থাকা এক যাত্রী টুইটারে জানিয়েছে, আমার বিপরীত দিকে দুই/তিন সারি পেছনে বসেছিলেন ওই যাত্রী। হঠাৎ সেখান থেকে স্মোক মেশিনের মতো ধোঁয়া বেরুতে থাকে। বিমানকর্মীরা দক্ষতার সাথে যাত্রীদের শান্ত করে বিমান থেকে বের করে আনেন। ওই বিমানযাত্রীর পাশে যিনি বসেছিলেন তিনি সামান্য আহত হয়েছেন বলে মনে হয়। অবশ্য ঠিক কতজন আহত হয়েছেন তা টুইটার পোস্টে জানাননি তিনি।