হত্যাযজ্ঞের জন্য ইসরায়েলি বাহিনীর প্রশংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

0
বেনিয়ামিন নেতানিয়াহু

গাজা উপত্যকায় ভূমি ফিরে পাওয়ার অধিকারে শুক্রবার বিক্ষোভে নামে প্রায় ৩০ হাজার ফিলিস্তিনি। ওই মিছিলের উপর অতর্কিতে গুলি এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। আর এতে মৃত্যুর মিছিলে যোগ হয় ১৭ ফিলিস্তিনি। এছাড়া আহত হয়েছেন বহু মানুষ। এ ঘটনায় ইসরায়েলি বাহিনীকে বিশ্বব্যাপী নিন্দা জানানো হচ্ছে।
বেনিয়ামিন নেতানিয়াহু
অন্যদিকে, ওই হত্যাযজ্ঞের জন্য ইসরায়েলি বাহিনীর প্রশংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনীকে ধন্যবাদ জানান। ওই বিবৃতিতে ইসরায়েলি বাহিনীর উদ্দেশে তিনি বলেন, তোমাদের কাজে আমি সন্তুষ্ট। ফিলিস্তিনি অধিকার সংস্থা আদালাহ জানিয়েছে, ফিলিস্তিনি বিক্ষোভে হামলার দায় স্বীকার করে টুইটারে একটি পোস্ট দিয়েছিল ইসরায়েলি। কিন্তু পর তা মুছে দেওয়া হয়েছে।

এদিকে, ইউরোপীয় ইউনিয়ন ও মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ফিলিস্তিনি বিক্ষোভে সরাসরি গুলি চালানোর দায়ে ইসরায়েলের নিন্দা জানিয়েছে।