হরিণ হত্যায় দোষী সাব্যস্ত সালমান খান

0
সালমান খান

২০ বছর ধরে চলে আসা কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দোষী সাব্যস্ত হলেন বলিউড অভিনেতা সালমান খান। ভারতের যোধপুরের আদালত বৃহস্পতিবার এই মামলায় সালমান খানকে দোষী সাব্যস্ত করেন, যদিও তার সাজা এখনও ঘোষণা করেননি আদালত। এছাড়া এই মামলায় আসামিদের মধ্যে থাকা বলিউড তারকা টাবু, নীলম, সোনালি বেন্দ্রে, সাইফ আলি খানকে নির্দোষ ঘোষণা করেছেন আদালত।
সালমান খান
এর আগে এই মামলায় বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছেন সালমান। কিন্তু তার কোনো যুক্তিই এবার আদালতে টেকেনি। বন্যপ্রাণ সংরক্ষণ আইনে তাকে দোষী সাব্যস্ত করে আদালত।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আদালত থেকেই সরাসরি জেলে নিয়ে যাওয়া হতে পারে সালমান খানকে। তবে তার ঠিক কত বছরের সাজা হবে তা এখনও ঘোষণা করা হয়নি। বন্যপ্রাণ আইনের ৯/৫১ ধারায় দোষী প্রমাণিত হয়েছেন সালমান। এই আইনে সর্বোচ্চ ৬ বছরের কারাদণ্ড হতে পারে, আর সর্বনিম্ন হতে পারে ১ বছরের কারাদণ্ড। জানা গেছে, সালমান খানের আইনজীবীরা তার সর্বনিম্ন সাজার জন্যই চেষ্টা করছেন।

উল্লেখ্য, ১৯৯৮ সালের অক্টোবরে যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালে কৃষ্ণসার হরিণ হত্যা করার অভিযোগ ওঠে সালমন খানের বিরুদ্ধে। একই অভিযোগ ওঠে সাইফ আলি খান, টাবু, নীলমসহ একাধিক তারকার বিরুদ্ধে।

বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যা বন্যপ্রাণী আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। প্রায় দু’দশক ধরে নানা উত্থান পতন হয়েছে ওই মামলার। অবশেষে বৃহস্পতিবার মামলায় সালমান খানকে দোষী সাব্যস্ত করে আদেশ দিলেন আদালত। সূত্র : টাইমস অব ইন্ডিয়া