এক সময়ের জনপ্রিয় র্যাপার হানি সিং এখন অনেকটাই আড়ালে। আগের সেই ক্রেজ নেই। নানা সময়ে বিতর্কে জড়িয়ে খবরের শিরোনাম হন।
এবার তার বিরুদ্ধে মামলা দিল স্ত্রী শালিনী তালওয়ার। দিল্লীর আদালতে করা মামলায় যৌন নির্যাতনের অভিযোগ তোলা হয়। যৌন নির্যাতনের পাশাপাশি বাড়িতে করা হতো শারীরিক ও মানসিক নির্যাতন।
মামলার প্রেক্ষিতে আদালতে হানি সিংয়ের স্ত্রীর পক্ষে উপস্থিত হয়েছিলেন আইনজীবী সন্দীপ কাপুর, অপূর্ব পাণ্ডে ও জিজি কাশ্যপ।
হানি সিংয়ের পুরো নাম হির্দেশ সিং। চার বোতল ভোদকা, লুঙ্গি ডান্সের মতোন জনপ্রিয় র্যাপ সঙ্গীতগুলো গেয়েছিলেন তিনি।