ক্যারিয়ারে সুসময় পার করছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘বেলবটম’ সিনেমা। কাজ চলছে ‘রক্ষাবন্ধন’ ছবির। আনন্দ এল রাই পরিচালিত ছবিটির জন্য বাড়াতে হবে ওজন। চরিত্রের প্রয়োজনে ওজন কমবেশি প্রায় সবাই করে।
অক্ষয় সবার চেয়ে আলাদা। নিউট্রিশিয়ানের তালিকা মেনে নয়, মিস্টার খিলাড়ি ওজন বাড়ালেন মায়ের হাতের খাবার খেয়ে! জুনে শুরু হয় রক্ষাবন্ধনের প্রোডাকশন। এক মাসে ওজন ৫ কেজি বৃদ্ধি পায়। এর আগে সূর্যবংশী ছবির জন্য ৬ কেজি ওজন কমান এই তারকা।
রহস্য জানতে চাইলে অক্ষয়ের জবাব, ওজন বাড়িয়েছি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। আমার মা ভালোমন্দ রান্না করে খাওয়ায়। এই সুযোগে বহুদিন পর সুস্বাদু হালুয়া খেতে পারছি, যা এত দিন বারণ ছিল।
রক্ষাবন্ধন মুভিতে পাঁচ ভাইয়ের এক বোনের চরিত্র রূপায়ন করবেন অক্ষয় কুমার। ছবিটি উৎসর্গ করেন নিজের বোন অলকাকে।