হুমকি পেয়ে পাকিস্তান ছেড়েছেন ইমরান খানের প্রাক্তন স্ত্রী

0
রেহম খান
রেহম খান

পাকিস্তান ছেড়েছেন টেলিভিশন উপস্থাপক রেহম খান। স্বনামধন্য পাকিস্তানি ক্রিকেটার ও তেহরিক ই- ইনসাফ পার্টির নেতা ইমরান খানের প্রাক্তন স্ত্রী তিনি। সেদেশের সংবাদমাধ্যম জিওনিউজকে রেহম বলেছেন, অপরিচিত ব্যক্তিদের হুমকি পেয়ে গত রবিবার সন্ধ্যায় তিনি পাকিস্তান ছেড়েছেন।

রেহম খান
রেহম খান

সম্প্রতি ইন্ডিয়া টিভির সঙ্গের সাক্ষাৎকারে প্রাক্তন স্বামী ইমরান খানের তৃতীয় বিয়ে নিয়ে মন্তব্য করার পর রেহম খানের পাকিস্তান ছাড়ার তথ্য সামনে এলো। নিজের জীবন আর অভিজ্ঞতা নিয়ে নতুন একটি বই প্রকাশের কথাও রয়েছে তার।

জিওনিউজির উপস্থাপক মুনিব ফারুকের সঙ্গে কথা বলার সময়ে রেহম খান বলেন ব্যক্তিগত কর্মকর্তাদের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে তাকে। ওই অনুষ্ঠানেই তিনি একটি অডিও রেকর্ডিং শোনান রেহম। ওই রেকর্ডিংয়ে রেহম খান ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর তাকে হুমকি পাওয়ার কথা জানাচ্ছেন বলে শোনা যায়। রেহম খান জিও নিউজকে বলেন, হুমকি পাওয়ার পর মেয়ের স্কুলে যাওয়া বন্ধ করে দেন তিনি। তার দাবি কোনও রাজনৈতিক দল তাকে সাহায্য করেনি।

কোন ইস্যুতে হুমকি পাচ্ছেন জানতে চাইলে জিও নিউজকে কোনও নির্দিষ্ট রাজনৈতিক দল বা ব্যক্তির নাম প্রকাশ করেননি তিনি। পুলিশে অভিযোগের কথাও নিশ্চিত করেননি তিনি। রেহম জানান, তার ব্যক্তিগত কর্মকর্তারা গত সেপ্টেম্বর থেকেই হুমকি পেয়ে আসছেন। তবে এখন এই হুমকির পরমিাণ বেড়ে যাওয়ায় দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।