কোপার রেশ কাটার আগেই আজ রাতে আবার ঘুম হারাম হবে ফুটবলপ্রেমীদের। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো ২০২০ এর ফাইনালে মুখোমুখি ইংল্যান্ড-ইতালি। চারবার বিশ্বকাপ জেতা ইতালির ঝুলিতে ইউরো মোটে একটি। ইংলিশরা ‘৬৬ বিশ্বকাপের পর আর কখনই পায়নি বৈশ্বিক শ্রেষ্ঠত্বের স্বাদ।
টুর্নামেন্টে এখন অবধি দূর্দান্ত ইংলিশরা। হজম করেছে মাত্র একটি গোল। কেইন, স্টার্লিংদের নিয়ে কোচ গ্যারেথ সাউথগেট প্রত্যয়ী ইতালিকে হারাতে। অন্যদিকে রবার্তো মানচিনির ছোঁয়ায় বদলে গেছে ইতালি। ডিফেন্স, মিড আর ফরোয়ার্ড লাইনের পরিপূর্ণ সমন্বয়ে অপরাজেয় যাত্রা চলছে আজ্জুরিদের।
মুখোমুখি লড়াইয়ে ২৭ সাক্ষাতে ইতালির জয় ১১, ইংলিশদের ৭। ইউরোর গতিশীল মঞ্চে এসব তত্ত্ব ভিত্তিহীন, তা না বললেও চলে। সাথে যদি যোগ ওয়েম্বলির মাঠ, থ্রি লায়ন্সরা এগিয়ে থাকবে হোম অ্যাডভান্টেজে। ৫০ ম্যাচ, ১২১৮ শট, ১১৪ গোলের রোমাঞ্চের পর্দা নামবে ধুন্ধুমার ম্যাচের মধ্য দিয়ে।
মধুরেণ সমাপয়েৎ-র পর শিরোপার গন্তব্য কোথায়? ৫৫ বছরের খরা কাটিয়ে ফুটবলের জনক ইংল্যান্ডের মাটিতে না অপ্রতিরোধ্য ইতালিতে! হোম না-কি রোম, অপেক্ষা!