ইদ মানে নতুন নতুন বাংলা নাটক। উৎসবের আবহে সাজে টিভি চ্যানেল থেকে শুরু করে ইউটিউব। বাংলা নাটকের গালগপ্পে ছেয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম।
ইদের দ্বিতীয় দিন প্রচারিত হয় আফরান নিশো, তানজিন তিশা অভিনীত নাটক ‘হ্যালো শুনছেন’। প্রচারের পরপর বেশ সাড়া ফেলে এটি। এতটাই যে, সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া নাটকটি ১ মিলিয়ন ভিউ ছাড়ায় মাত্র ১৬ ঘন্টাতে। নাটকটি নির্মাণ করেন মিজানুর রহমান আরিয়ান।
নাটক নিয়ে আগ্রহ দেখা গিয়েছে দর্শকদের মধ্যে। বিশেষত, গল্পের শেষ দৃশ্যে মিল না হওয়ায় দর্শকরা প্রশ্ন তুলছেন সিক্যুয়েল নিয়ে। সেই প্রসঙ্গে নির্মাতা জানালেন খুশির কথা। ‘হ্যালো শুনছেন’ নাটকটির দর্শক সাড়া সত্যি অসাধারণ। আমি আপ্লুত। এর সিক্যুয়েল নিয়ে পরিকল্পনা করছি।’
এর আগে একই নির্মাতার নাটক ‘বড় ছেলে’ বেশ হইচই ফেলে সারা দেশে। এবার ‘হ্যালো শুনছেন’ নিয়ে মাতামাতি। উচ্ছ্বসিত আরিয়ান ধন্যবাদ জানান দর্শক থেকে শুরু করে নাটকের সকল কলাকুশলী ও সংশ্লিষ্টদের।