গতকাল রবিবার টি-টেন লিগের ফাইনালে তার দল কেরালা কিংসকে ৮ উইকেটে হারিয়েছে পাঞ্জাবি লিজেন্ডসকে। প্রথমবারের মতো আয়োজিত টি-টেন ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে সাকিব আল হাসানের কেরালা কিংস।
টস হেরে ব্যাট করতে নেমে লুক রঞ্চির ঝড়ে ৩ উইকেটে ১২০ রান করে পাঞ্জাবি। জবাবে ৮ ওভারে ২ উইকেটে ১২১ রান করে লক্ষ্যে পৌঁছায় কেরালা।
৩৪ বলে ৫টি করে চার ও ছক্কার মারে ৭০ রান করেন রঞ্চি। এমরিটের বলে শোয়েব মালিকের (২৬) ক্যাচ ধরে ৮৩ রানের এই শক্ত জুটি ভাঙেন সাকিব। যদিও ২ ওভার বল করে ৩১ রান দিয়ে কোনো উইকেট পাননি।
এউইন মরগান ও পল স্টারলিংয়ের ব্যাটে সহজ জয় পায় কেরালা। রানের খাতা না খুলতেই প্রথম উইকেট হারানো দলকে ১১৩ রান পর্যন্ত নিয়ে যান এই জুটি। ২১ বলে ৫ চার ও ৬ ছয়ে ৬৩ রান করে মরগান আউট হন। ৩ চার ও ৫ ছয়ে ২৩ বলে ৫২ রানে অপরাজিত থাকেন স্টারলিং।