১০ বছর পর জর্ডানে সিরিয়ার সামরিক প্রধান

0
১০ বছর পর জর্ডানে সিরিয়ার সামরিক প্রধান

দুই দেশের সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে জর্ডান সফরে গেলেন সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী। সিরিয়া সংকট শুরু হওয়ার ১০ বছর পর এটাই জর্ডানে সিরিয়ার কোনো প্রতিরক্ষামন্ত্রীর প্রথম সফর।

জর্ডান সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইউসুফ হুনাইতি সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী ও চিফ অব স্টাফ আলী আইয়ুবের সঙ্গে রবিবার দামেস্কের দক্ষিণের প্রধান শহর ডেরার পরিস্থিতি, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ও মাদকদ্রব্য পাচার নিয়ে আলোচনা করেন।

জর্ডানের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছেন, ভবিষ্যতে দুই দেশের সব সাধারণ ইস্যুর সমন্বয়কে আরও জোরদার করার জন্য আলোচনা হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, জর্ডানের সেনা কমান্ডারের আমন্ত্রণে এ সফর হয়েছে এবং প্রতিরক্ষামন্ত্রী আইয়ুবের সঙ্গে শীর্ষ সেনা কর্মকর্তারাও আছেন। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই এবং সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাই আলোচনার প্রধান লক্ষ্য।