১ আগস্ট থেকে রফতানিমুখী শিল্প কারখানা খোলা

0
শিল্প কারখানা Factory

কঠোর লকডাউন চলমান থাকা অবস্থায় আগামী ১ আগস্ট থেকে রফতানিমুখী সকল শিল্প কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার মন্ত্রীপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন হতে এ তথ্য জানা যায়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সচিবালয় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে এক বৈঠককালে শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীদের শীর্ষ নেতারা কঠোর লকডাউনের মধ্যে উৎপাদনমুখী সব শিল্প প্রতিষ্ঠান দ্রুত খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। এ সময়ে প্রচুর রপ্তানির অর্ডার হাতে থাকায় এ দাবি জানিয়েছিলেন ব্যবসায়ীরা।

এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউন আগামী ৫ আগস্টের পরও বহালের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদফতর। অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, ‌‘আমরা কেবিনেট মিটিংয়ে বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করেছি।’